Top Categories

বাংলাদেশি যুবকের কুরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রের মানুষ

বাংলাদেশি যুবকের কুরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রের মানুষ

ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এ দেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন। রয়েছে ভিন্ন ঐতিহ্যও। সেই ঐতিহ্যের অংশ হিসেবেই বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন ও ক্বেরাত প্রতিযোগিতা।

স্বতঃস্ফূর্ত মনে অংশগ্রহণ করেন বাংলাদেশের হাফেজ ক্বারীরাও। তার মধ্যেই একজন হলেন ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানী। তিনি বাংলাদেশের কৃতীসন্তান। লাল-সবুজের গৌরব। সুমিষ্ট কণ্ঠের অধিকারী। তার কণ্ঠে রয়েছে হৃদয় স্পর্শ করা আবেগ এবং সুরের অপূর্ব মূর্ছনা। তার অনন্য কণ্ঠস্বর তাকে মুসলিম বিশ্বের বিভিন্ন সেমিনার অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে।

২০০৩ সালের ১৯ মে মুসতানজিদ বিল্লাহ রব্বানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পার্শ্ববর্তী এলাকা বদরপুর দরবার শরীফে। পিতা ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাতা সাইয়্যেদা নাইমা খাতুন। তারা ৩ ভাই। সবার বড় তিনিই। তার শিক্ষার হাতেখড়ি শুরু হয় মা-বাবার কাছ থেকেই।

অতঃপর মুসতানজিদ বিল্লাহ রব্বানী বাংলাদেশের খ্যাতিমান হাফেজ উস্তাদুল কুর্রা ওয়াল হুফ্ফাজ শাইখ ক্বারী নাজমুল হাসান (দা: বা:) পরিচালিত তাহফিজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা ঢাকাতে পড়াশোনা করে ২০১৩ সালে কুরআন মুখস্থ করেছেন এবং ক্বারী ডিগ্রি অর্জন করেন। তারপর থেকেই তিনি জাতীয় পর্যায়সহ বিভিন্ন টেলিভিশন এবং সভা সেমিনারে কুরআন তেলাওয়াত করেন। এমনকি কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায়ও তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। তার সুমিষ্ট তেলাওয়াত শুনে শ্রোতারা মুগ্ধ হয়।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি দেন। ওখানে তিনি হাই স্কুলসহ বর্তমানে সিটি বিশ্ববিদ্যালয় অব নিউইয়র্কে অধ্যয়নরত আছেন। তিনি ড. শাইখ আব্দুল ফাত্তাহ ত্বারুতী আযহারী হাফিঃ এবং শাইখ মুস্তাজিবুর রহমান আল-আযহারী হাফিঃ এর কাছে মিশর জামেয়া আল-আযহার থেকে ১০ ক্বেরাত পরেছেন। প্রতি বছর রমজান মাসে তিনি বাংলাদেশ ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে কুরআন তেলাওয়াত করে আসছেন

News link :  https://tinyurl.com/3j53aar8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *