পটুয়াখালীর যুবকের কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
তিনি ১৯ মে ২০০৩ সালে রাজধানী ঢাকাতে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ী পটুয়াখালী দুমকির দুমকি উপজেলার পার্শ্ববর্তী এলাকা বদরপুর দরবার শরীফে। পিতা ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাতা সাইয়্যেদা নাইমা খাতুন। তাঁরা ৩ ভাই। সবার বড় তিনিই। মা-বাবার নয়নমনি। তাঁর শিক্ষার হাতেখড়ি শুরু হয় মা-বাবার থেকেই।
https://www.bd24live.com/bangla/print/?id=589944